বিষয় ভিত্তিক পোস্ট

শুক্রবার, ২৬ আগস্ট, ২০১৬

২৭ শে আগস্ট, শহিদ ফারুকী (রঃ) এর ওয়াফাত দিবস, তিনি ছিলেন সুন্নিয়তের বীর মুজাহিদ।

আমরা জানতে চাই তাহার খুনীদের কেনো এখনো গ্রেপ্তার করে ফাসি দেওয়া হলোনা,


আগামীকাল, সেই ঐতিহাসিক দিন যে দিন সুন্নিয়তের কর্ণধার, আল্লামা নুরুল ইসলাম ফারুকী, সাহেব কে শহীদ করা হয়েছিলো, তিনি ছিলেন সুন্নিয়তের, উজ্জল নক্ষত্র, তার অবদান রয়েযাবে চিরদিন,তাহার, এক বক্তব্যে ভরে উঠতো আসিক্বে রাসূলের মন, তাহার বক্তব্যে ফুটে উঠতো রাসূল প্রেম, এবং ওলী প্রেম, সমস্ত জীবন তিনি সুন্নিয়তের কাজে নিয়োজিতো করে দিয়ে ছিলেন, তিনি বলে ছিলেন, ""আমি গাড়ি ছাড়তে পারি,বাড়ি ছাড়তে পারি, আমি দুনিয়া ছাড়তে পারি, আমি গোটা দুনিয়া ছাড়তে পারি, তবুও আমার রসুল কে আমি ভুলতে পারবোনা""  তার এই কথা-ই বাস্তব হলো তিনি রাসূল প্রেমে আসক্ত হয়ে চলেগেলেন মাওলার কাছে, আমরা তার খুনি দের ফাসি চাই,


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন