বিষয় ভিত্তিক পোস্ট

মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

আল-কুর’আন থেকে ‘রাব্বানা’ দ্বারা সূচনা হয়েছে এমন কিছু দু’আ।। । আল-কোরআনে রাব্বানা শব্দ দ্বারা কতটি দোয়া শুরু হয়েছে।।।।দেখুন। ।। ।।

আল-কুর’আন থেকে ‘রাব্বানা’ দ্বারা সূচনা হয়েছে এমন কিছু দু’আ
==========================================
- লেখাটি সংগ্রহীত
[০১]
ﺭَﺑَّﻨَﺎ ﺗَﻘَﺒَّﻞْ ﻣِﻨَّﺎ ۖ ﺇِﻧَّﻚَ ﺃَﻧﺖَ ﺍﻟﺴَّﻤِﻴﻊُ ﺍﻟْﻌَﻠِﻴﻢُ
[ ٢ :١٢٧ ]
উচ্চারণঃ রাব্বানা তাক্বাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামি ’ উল
‘ আলিম।
অর্থঃ পরওয়ারদেগার! আমাদের থেকে কবুল কর। নিশ্চয়ই তুমি শ্রবণকারী, সর্বজ্ঞ।
[সূরা আল-বাক্বারাঃ ১২৭]
[০২]
ﺭَﺑَّﻨَﺎ ﻭَﺍﺟْﻌَﻠْﻨَﺎ ﻣُﺴْﻠِﻤَﻴْﻦِ ﻟَﻚَ ﻭَﻣِﻦ ﺫُﺭِّﻳَّﺘِﻨَﺎ ﺃُﻣَّﺔً ﻣُّﺴْﻠِﻤَﺔً ﻟَّﻚَ ﻭَﺃَﺭِﻧَﺎ ﻣَﻨَﺎﺳِﻜَﻨَﺎ ﻭَﺗُﺐْ ﻋَﻠَﻴْﻨَﺎ ۖ ﺇِﻧَّﻚَ ﺃَﻧﺖَ ﺍﻟﺘَّﻮَّﺍﺏُ ﺍﻟﺮَّﺣِﻴﻢُ [ ٢ :١٢٨ ]
উচ্চারণঃ রাব্বানা ওয়া-জ ’ আলনা মুসলিমায়নি লাকা ওয়া মিন যুর্যিয়াতিনা ‘ উম্মাতান মুসলিমাতান লাকা ওয়া ‘ আরিনা মানাসিকানা ওয়া তুব ‘ আলায়না‘ ইন্নাকা আন্তাত-তাওয়্যাবুর-রাহিম।
অর্থঃ পরওয়ারদেগার! আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ কর এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি কর, আমাদের হজ্বের রীতিনীতি বলে দাও এবং আমাদের ক্ষমা কর। নিশ্চয় তুমি তওবা কবুলকারী। দয়ালু।
[সূরা আল-বাক্বারাঃ ১২৮]
[০৩]
ﺭَﺑَّﻨَﺎ ﺁﺗِﻨَﺎ ﻓِﻲ ﺍﻟﺪُّﻧْﻴَﺎ ﺣَﺴَﻨَﺔً ﻭَﻓِﻲ ﺍﻟْﺂﺧِﺮَﺓِ ﺣَﺴَﻨَﺔً ﻭَﻗِﻨَﺎ ﻋَﺬَﺍﺏَ ﺍﻟﻨَّﺎﺭِ [ ٢ :٢٠١ ]
উচ্চারণঃ রাব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতান ওয়া ফিল
‘ আখিরাতি হাসানাতান ওয়াক্বিনা ‘ আযাবান-নার।
অর্থঃ হে পরওয়ারদেগার! আমাদিগকে দুনয়াতেও কল্যাণ দান কর এবং আখেরাতেও কল্যাণ দান কর এবং আমাদিগকে দোযখের আযাব থেকে রক্ষা কর।
[সূরা আল-বাক্বারাঃ ২০১]
[০৪]
ﺭَﺑَّﻨَﺎ ﺃَﻓْﺮِﻍْ ﻋَﻠَﻴْﻨَﺎ ﺻَﺒْﺮًﺍ ﻭَﺛَﺒِّﺖْ ﺃَﻗْﺪَﺍﻣَﻨَﺎ ﻭَﺍﻧﺼُﺮْﻧَﺎ ﻋَﻠَﻰ ﺍﻟْﻘَﻮْﻡِ ﺍﻟْﻜَﺎﻓِﺮِﻳﻦَ [ ٢ :٢٥٠ ]
উচ্চারণঃ রাব্বানা আফরিঘ
‘ আলায়না সাবরান ওয়া সাব্বিত আক্বদামানা ওয়ানসুরনা ‘ আলাল-ক্বাওমিল-কাফিরিন।
অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদের মনে ধৈর্য্য সৃষ্টি করে দাও এবং আমাদেরকে দৃঢ়পদ রাখ-আর আমাদের সাহায্য কর সে কাফের জাতির বিরুদ্ধে।
[সূরা আল-বাক্বারাঃ ২৫০]
[০৫]
ﺭَﺑَّﻨَﺎ ﻟَﺎ ﺗُﺆَﺍﺧِﺬْﻧَﺎ ﺇِﻥ ﻧَّﺴِﻴﻨَﺎ ﺃَﻭْ ﺃَﺧْﻄَﺄْﻧَﺎ
[ ٢ :٢٨٦ ]
উচ্চারণঃ রাব্বানা তু’ আখিযনা ইন-নাসিনা আও আখতা ’ না।
অর্থঃ হে আমাদের পালনকর্তা, যদি আমরা ভুলে যাই কিংবা ভুল করি, তবে আমাদেরকে অপরাধী করো না।
[সূরা আল-বাক্বারাঃ ২৮৬]
[০৬]
ﺭَﺑَّﻨَﺎ ﻭَﻟَﺎ ﺗَﺤْﻤِﻞْ ﻋَﻠَﻴْﻨَﺎ ﺇِﺻْﺮًﺍ ﻛَﻤَﺎ ﺣَﻤَﻠْﺘَﻪُ ﻋَﻠَﻰ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻣِﻦ ﻗَﺒْﻠِﻨَﺎ [ ٢ :٢٨٦ ]
উচ্চারণঃ রাব্বানা ওয়ালা তাহমিল ‘ আলায়না ইসরান কামা হামালতাহু ‘ আলাল-লাযিনা মিন ক্বাবলিনা।
অর্থঃ হে আমাদের পালনকর্তা! এবং আমাদের উপর এমন দায়িত্ব অর্পণ করো না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর অর্পণ করেছ।
[সূরা আল-বাক্বারাঃ ২৮৬]
[০৭]
ﺭَﺑَّﻨَﺎ ﻭَﻟَﺎ ﺗُﺤَﻤِّﻠْﻨَﺎ ﻣَﺎ ﻟَﺎ ﻃَﺎﻗَﺔَ ﻟَﻨَﺎ ﺑِﻪِ ۖ ﻭَﺍﻋْﻒُ ﻋَﻨَّﺎ ﻭَﺍﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﻭَﺍﺭْﺣَﻤْﻨَﺎ ۚ ﺃَﻧﺖَ ﻣَﻮْﻟَﺎﻧَﺎ ﻓَﺎﻧﺼُﺮْﻧَﺎ ﻋَﻠَﻰ ﺍﻟْﻘَﻮْﻡِ ﺍﻟْﻜَﺎﻓِﺮِﻳﻦَ [ ٢ :٢٨٦ ]
উচ্চারণঃ রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তক্বাতা লানা বিহি ওয়া ’ ফু আন্না ওয়াঘফির লানা ওয়াইরহামনা আন্তা মাওলানা ফানসুরনা
‘ আলাল-ক্বাওমিল-কাফিরিন।
অর্থঃ হে আমাদের প্রভূ! এবং আমাদের দ্বারা ঐ বোঝা বহন করিও না, যা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন কর। আমাদেরকে ক্ষমা কর এবং আমাদের প্রতি দয়া কর। তুমিই আমাদের প্রভু। সুতরাং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের কে সাহায্যে কর।
[সূরা আল-বাক্বারাঃ ২৮৬]
[০৮]
ﺭَﺑَّﻨَﺎ ﻟَﺎ ﺗُﺰِﻍْ ﻗُﻠُﻮﺑَﻨَﺎ ﺑَﻌْﺪَ ﺇِﺫْ ﻫَﺪَﻳْﺘَﻨَﺎ ﻭَﻫَﺐْ ﻟَﻨَﺎ ﻣِﻦ ﻟَّﺪُﻧﻚَ ﺭَﺣْﻤَﺔً ۚ ﺇِﻧَّﻚَ ﺃَﻧﺖَ ﺍﻟْﻮَﻫَّﺎﺏُ [ ٣ :٨ ]
উচ্চারণঃ রাব্বানা লা তুযিঘ ক্বুলুবানা বা ’ দা ইয হাদায়তানা ওয়া হাব লানা মিল্লাদুনকা রাহমাহ ইন্নাকা আন্তাল ওহ্যাব।
অর্থঃ হে আমাদের পালনকর্তা! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্যলংঘনে প্রবৃত্ত করোনা এবং তোমার নিকট থেকে আমাদিগকে অনুগ্রহ দান কর। তুমিই সব কিছুর দাতা।
[সূরা আল-ইমরানঃ ০৮]
[০৯]
ﺭَﺑَّﻨَﺎ ﺇِﻧَّﻚَ ﺟَﺎﻣِﻊُ ﺍﻟﻨَّﺎﺱِ ﻟِﻴَﻮْﻡٍ ﻟَّﺎ ﺭَﻳْﺐَ ﻓِﻴﻪِ ۚ ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻟَﺎ ﻳُﺨْﻠِﻒُ ﺍﻟْﻤِﻴﻌَﺎﺩَ [ ٣: ٩ ]
উচ্চারণঃ রাব্বানা ইন্নাকা জামি ’ উন্নাসিলি-ইয়াওমিল লা রায়বা ফি ইন্নাল্লাহা লা ইয়াখলিফুল মি ’ আদ।
অর্থঃ হে আমাদের পালনকর্তা! তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবেঃ এতে কোনই সন্দেহ নেই। নিশ্চয় আল্লাহ তাঁর ওয়াদার অন্যথা করেন না।
[সূরা আল-ইমরানঃ ০৯]
[১০]
ﺭَﺑَّﻨَﺎ ﺇِﻧَّﻨَﺎ ﺁﻣَﻨَّﺎ ﻓَﺎﻏْﻔِﺮْ ﻟَﻨَﺎ ﺫُﻧُﻮﺑَﻨَﺎ ﻭَﻗِﻨَﺎ ﻋَﺬَﺍﺏَ ﺍﻟﻨَّﺎﺭِ [ ٣: ١٦ ]
উচ্চারণঃ রাব্বানা ইন্নানা আমান্না ফাঘফির লানা যুনূবানা ওয়া কিন্না ‘ আযাবান-নার।
অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গুনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দোযখের আযাব থেকে রক্ষা কর।
[সূরা আল-ইমরানঃ ১৬]
[১১]
ﺭَﺑَّﻨَﺎ ﺁﻣَﻨَّﺎ ﺑِﻤَﺎ ﺃَﻧﺰَﻟْﺖَ ﻭَﺍﺗَّﺒَﻌْﻨَﺎ ﺍﻟﺮَّﺳُﻮﻝَ ﻓَﺎﻛْﺘُﺒْﻨَﺎ ﻣَﻊَ ﺍﻟﺸَّﺎﻫِﺪِﻳﻦَ [ ٣ :٥٣ ]


Posted by :ঃ হাফিজ নাছির উদ্দিন,,। ফেইসবোকে পেতে নীল কালারের লেখাতে ক্লিক করুন।    ফেইসবোকে আমি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন