কোথায় আছে আজ বাংলার মুসলমান, কোথায়, গেলো আজ বিবেক, কোথায় গেলো আজ ঈমানদারী, উপমহাদেশের ওলিকুল শিরমনি, যিনি এই সিলেটের যমিনে না এলে হয়তো বা সিলেট তথা গোটা বাংলাদেশ হিন্দুদের দখলে থাকতো, তিনি হলেন সুলতানে বাংলা হযরত শাহজালাল (রাহঃ), গতকাল উনার মাজার শরীফে ওরুশ ছিলো,আসলে এটাকে ওরুশ বল্লে পাপ হবে, কারন ওরুশ হলো, পবিত্র শব্দ, আর এখানে দেখুন কি ভাবে, ভন্ডরা,গান বাজনার আসর বসিয়ে , মদ, গাঁজা, ফেন্সিডিল, এগুলা খাচ্ছে, আর সাথে মহিলাদের নিয়ে নাচা নাচি করছে, নাউজুবিল্লাহী মিনযালিক, এগোলো কি কখোনো ইসলাম সাপোর্ট করে?? একজন ওলি আল্লা'র মাজারে, এই রকম অসামাজিক কার্যকলাপ,এই রকম জগন্য হারাম কাজে ওরা লিপ্ত হয়ে, এই সিলেটের মাটি কে কলংকিত করছে, এদের বিরুদ্ধে এখনি রুখে দাড়াতে হবে নতো বা পরে পস্তাতে হবে, আর কতো ঘুমিয়ে থাকবে বাংলার মুসলমান, বড় দুখঃ হয়, আজ যারা বেশ ধরে ইসলাম নিয়ে বড় বড় কথা বলছে, তাদের-ই একটি মাদ্রাসা আছে শাহজালাল মাজার এর এরিয়ার ভিতরে, আজ তারা কোথায় কোথায় গেলো তাদের বড় বড় কথা, তারা কতো বড় সুযোগসন্ধানী, তাদের মাদ্রাসা তারা বন্ধ দিয়ে গান বাজনা করার জন্য মানুষ কে অনুমতি দিয়ে যায়,যারা গান বাজনা করে এদের চাইতেও বড় পাপি হলো এই কওমি ওয়ালারা, কারন তাদের মাদ্রাসা বন্ধ দিয়ে, গান বাজনা করার সুযোগ করে দেয়, তাই সকল আগে এদের কে জুতা পেটা করে এখান থেকে বহিষ্কার করতে হবে, , তারা কি পারেনা এটা'র বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলতে, তারা হলো হুজুগে মুসলমান, এরা ও ইসলামের কলংক, এদের সকলের বিরুদ্ধে আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে, একটু চিন্তা করুন এমনিতেই বাতিলরা মুমিনের ঈমান ক্রে নেওয়ার জন্য মাথাচারা দিয়ে উঠেছে, তার উপর আবার এই রকম ভন্ডামী, আসুন আমরা সকলে মিলে মুসলমান হিসাবে এদের কে উদঘাত করি।।
ছবি সংগ্রহেঃ হাফিজ মোঃ আব্দুল বাছিত,
Writer and Posted by:ঃ হাফিজ মোঃ নাছির উদ্দিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন