সিলেটে অসাম্প্রদায়িকতার ইতিহাস ভঙ্গ
করল ইসকন ভক্তরা
সিলেটে গৌরগোবিন্দের রাজত্ব
সন্নিকটে। উদ্দেশ্যমূলকভাবে জুমার
নামাযের সময় কাজলশাহ এলাকার ইসকন
মন্দির থেকে উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে
মুসলমানদের সাথে সংঘর্ষ সৃষ্টি করেছে
তারা।
এ ব্যাপারে সাবেক কাউন্সিলর বীর
মুক্তিযোদ্ধা আব্দুল খালিক বলেন,
মধুশহীদস্থ ইসকনের ভক্তরা নামাজের সময়
সহ বিভিন্ন সময়ে বাদ্যযন্ত্র নিয়ে
সেখানে গানবাজনা করে। তাদেরকে পূর্বে
এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ আযান ও
নামাজের সময় গানবাজনা বন্ধ রাখার জন্য
অনুরোধ জানানো হয়। কিন্তু তবুও তারা
শুক্রবার জুমু’আর নামাজের সময় গানবাজনা
করে ধর্মপ্রাণ মুসলমানদের নামাজে বাধা
সৃষ্টি করে। ঐ সময় স্থানীয় মুসল্লিরা
তাদের গানবাজনা বন্ধ করার জন্য অনুরোধ
করলে ইসকন ভক্তরা তাদের জোড় খাটিয়ে
মসজিদে মুসল্লিদের লক্ষ্য করে ইট-পাটকেল
নিক্ষেপ করে। এসময় অনেক মুসল্লিরা আহত
হয়।
করল ইসকন ভক্তরা
সিলেটে গৌরগোবিন্দের রাজত্ব
সন্নিকটে। উদ্দেশ্যমূলকভাবে জুমার
নামাযের সময় কাজলশাহ এলাকার ইসকন
মন্দির থেকে উচ্চস্বরে বাদ্যযন্ত্র বাজিয়ে
মুসলমানদের সাথে সংঘর্ষ সৃষ্টি করেছে
তারা।
এ ব্যাপারে সাবেক কাউন্সিলর বীর
মুক্তিযোদ্ধা আব্দুল খালিক বলেন,
মধুশহীদস্থ ইসকনের ভক্তরা নামাজের সময়
সহ বিভিন্ন সময়ে বাদ্যযন্ত্র নিয়ে
সেখানে গানবাজনা করে। তাদেরকে পূর্বে
এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ আযান ও
নামাজের সময় গানবাজনা বন্ধ রাখার জন্য
অনুরোধ জানানো হয়। কিন্তু তবুও তারা
শুক্রবার জুমু’আর নামাজের সময় গানবাজনা
করে ধর্মপ্রাণ মুসলমানদের নামাজে বাধা
সৃষ্টি করে। ঐ সময় স্থানীয় মুসল্লিরা
তাদের গানবাজনা বন্ধ করার জন্য অনুরোধ
করলে ইসকন ভক্তরা তাদের জোড় খাটিয়ে
মসজিদে মুসল্লিদের লক্ষ্য করে ইট-পাটকেল
নিক্ষেপ করে। এসময় অনেক মুসল্লিরা আহত
হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন