বিষয় ভিত্তিক পোস্ট

শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

জেনে নিন কোন ৭ টি কারনে আপনার দরিদ্রতা দেখা দেয়,এবং কোন ৭ টি কারনে ধনি হওয়া যায়।

আপনি জানেন কি,,,?
দরিদ্রতা আসে ৭টি বদভ্যাসের কারণেঃ-
১। তাড়াতাড়ি নামায পড়া।
২। দাঁড়িয়ে পে শাব করা।
৩। পেশাবের জায়গাতে অজু করা।
৪। দাঁড়িয়ে পানি পান করা।
৫। ফুঁ দিয়ে বাতি নিভানো।
৬। দাঁত দিয়ে নখ কাটা।
৭। পরিধেয় বস্ত্র দ্বারা মুখ সাফ করা।
.
সচ্ছলতা আসতে পারে ৭টি অভ্যাসেঃ-
১। নিয়মিত কুরআন তেলাওয়াত করা।
২। পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে পড়া।
৩। সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা।
৪। দরিদ্র ও অক্ষম ব্যাক্তিদের সাহায্যসহযোগিতা করা।
৫। গোনাহের ক্ষমা প্রার্থনা করা।
৬। পিতা-মাতা ও আত্মীয়স্বজনদের সাথেসদাচরণ করা।
৭। সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা।
Posted by :/ হাফিজ মোঃ নাছির উদ্দিন
ফেইসবোকে আমি
আরো মজার সব জিনিস এবং ইন্টারনেট সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
মজার সব


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন