বিষয় ভিত্তিক পোস্ট

রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬

জানা ভালো রাজারবাগী পীরের ভন্ডামী পর্ব ০২




ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি হলেন আন নি’মাতুল কুবরা আলাল আলাম, কুদরতে ইলাহী, মু’জিযায়ে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হুজ্জাতুল ইসলাম, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, আস সাফফাহ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার মহা-সম্মানিত পিতা আলাইহিস সালাম। তিনি নিজেও সূক্ষ্মদর্শী মাহবুব ওলীআল্লাহ। এ কারণে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তা’য়ালা এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা উনাকে যে অপরিমেয় মান-শান, মর্যাদা-মর্তবা এবং বেশুমার কারামত-সমৃদ্ধ অত্যুচ্চ মাক্বামাত দান করেছেন, তা বর্ণনায় তুলে ধরাতো দূরের কথা, কণামাত্র উপলব্ধির যোগ্যতাও আমাদের নেই। সুবহানাল্লাহ!

পবিত্র রাজারবাগ শরীফ উনার নামকরণ এবং উনার আবাদকরণ

ফখরুল আউলিয়া, ছাহিবে ইলম ওয়াল হিকাম ওয়াল কাশফ ওয়াল কারামত, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি জাহিরী ও বাতিনী উভয় দিকে বাদশা (রাজা) ছিলেন। তিনি পবিত্র রাজারবাগ শরীফ-এ মুবারক বসতি স্থাপন করে পুরো এলাকাটি আবাদ করেন। উনার বুযুর্গ আওলাদ, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, হুজ্জাতুল ইসলাম, ইমামুল আইম্মাহ, ক্বইয়্যূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যুল আউওয়াল, সুলত্বানিন নাছীর, ইমামুল উমাম, আওলাদে রসূল, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম তিনি বিগত, বর্তমান ও অনাগত সকল ইমাম, মুজাদ্দিদ, ওলীআল্লাহ উনাদের ধ্যান, জ্ঞান, মুরাক্বাবা, মুশাহাদা, মনোযোগ, আকর্ষণ ও আনুগত্যের দায়িমী ক্বিবলা। সুবহানাল্লাহ! তিনি এই এলাকায় মুবারক তাশরীফ গ্রহণ করবেন, অর্থাৎ পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করবেন। এ কারণে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তা’য়ালা তিনি কুদরতীভাবে সুবৃহৎ এলাকাটি পূর্ব থেকেই আবাদ করেন এবং ওই এলাকার নামকরণ হয় ‘রাজারবাগ শরীফ ”। সুবহানাল্লাহ!

মুবারক এ বিষয়টি ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম উনাকে পবিত্র ইলহাম- ইলক্বার মাধ্যমে জানানো হয়। মুবারক স্বপ্নের মাধ্যমেও তিনি বিষয়টি অবহিত হন। প্রেক্ষিত কারণে তিনি পবিত্র রাজারবাগ শরীফে বসতি নির্মাণ করেন। এখানেই মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!

আরবীতে একটি প্রবাদ রয়েছে:

تسمية الكل باسم الجزء

অর্থ: “কোনো বিষয়-বস্তুর নামকরণ করা হয় ওই বিষয়ের কোনো একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে।” বুঝতে কষ্ট হওয়ার কথা নয় যে, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার বেমেছাল শান-মান, ইজ্জত-ঐতিহ্য মর্যাদা-মর্তবা ও মাক্বামাত এবং তিনি উনার বুযুর্গ আওলাদ, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আয’ম, আওলাদে রসূল, আন নি’মাতুল কুবরা আলাল আলাম, কুদরতে ইলাহী, মু’জিযায়ে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মহা-সম্মানিত পিতা আলাইহিস সালাম হওয়ার কারণেই সুবৃহৎ এলকাটির নামকরণ করা হয় “রাজারবাগ শরীফ ”। সুবহানাল্লাহ!

মূল যা বিষয় তা হলো, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি সকল ইমাম, মুজতাহিদ, ওলীআল্লাহ, মুজাদ্দিদ উনাদের বাদশাহ (রাজা)। তিনি এই এলাকায় অবস্থান করবেন এবং এখান থেকেই তিনি সমগ্র বিশ্বজাহান পরিচালনা করবেন। এখান থেকেই তিনি কাফির-মুশরিক, সম্মানিত ইসলাম বিরোধী ও বিদ্বেষী সকল শত্রু এবং উলামায়ে সূ’দের নিপাতসহ সব অনাচার ও জঞ্জাল অপসারণ করে নববী আদর্শে কায়িনাতব্যাপী হাক্বীক্বী ইসলাম ধর্ম উনার আবাদ করবেন। সে কারণেই এলাকাটির নামকরণ হয়েছে, “রাজারবাগ শরীফ”।  (নাউজুবিল্লাহ)



সুত্রঃ

প্রিয় পাঠক/পাঠিকা, আমার এই ব্লগে আপনাদের স্বাগতম পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ,এবং শেয়ার করে অন্য মুসলিম ভাইকে জানার সুযোগ করে দিন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন